ফের রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বড়দিনেই, অর্থাৎ সোমবার শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার শহরে এলেও, তাঁর কর্মসূচি মঙ্গলবারজুড়ে। সূত্রের খবর, সোমবার রাত্রি ১১.৪৫ মিনিটে তিনি পৌঁছবেন দমদম বিমান বন্দরে। সেখান থেকে নিউটাউনের একটি হোটেলে যাবেন। মঙ্গলবার সকালে এমজি রোডের একটি গুরুদ্বার যাবেন, কালীঘাট মন্দিরেও পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তাঁর ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার কর্মসূচি রয়েছে বলেও জানা গিয়েছে। এর মাঝেই দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে বলেও খবর সূত্রের। মঙ্গলবার সন্ধেয় তিনি ফিরে যাবেন ফের।