আর কয়েকমাস পরই রাজ্য বিধানসভা নির্বাচন । তাই পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আপাতত, রাজ্যে তৃণমূল থেকে যেন ‘বেনোজল’ দলে ঢুকে পড়তে না পারে সেজন্য বাঁধ দিলেন অমিত শাহ ৷ গতকাল বিজেপির রাজ্য নেতৃত্বকে অমিত শাহ এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর । বিধানসভা ভোটের আগে দলকে তাই শাহের নির্দেশ, এই অসন্তোষকে যত তাড়াতাড়ি দূর করতে হবে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাজ্যে বিজেপির মুখ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননদের শাহ জানিয়ে দেন, বাছবিচার করে তবেই বিজেপিতে অন্য দল থেকে আসা নেতাদের গ্রহণ করতে হবে ৷ নজর রাখতে হবে এলাকায় মানুষের মধ্যে সেই নেতার গ্রহণযোগ্যতাকে ৷ বিজেপির এক নেতা বলেন, “অমিতজি বলেছেন, দল বড় হচ্ছে ক্ষতি নেই, তবে অন্য দল থেকে বিজেপিতে আসতে চাইলে তাঁকে পরীক্ষা করে নিতে হবে ৷ বাছবিচার আগেও চলেছে, এখন এই কাজটা আরও গুরুত্ব দিয়েই করা হবে ৷”