বেশ কয়েক মাস ধরেই রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব খবর উঠে আসে শিরোনামে। কখনও মুকুল রায় বনাম দিলীপ ঘোষ, কখনও আবার অনুপম হাজরা বনাম অগ্নিমিত্রা পল আবার কখনও দিলীপ ঘোষ বনাম বাবুল সুপ্রিয়। আবার কখনও সৌমিত্র খাঁ বনাম দিলীপ ঘোষ, কখনও আবার রাহুল সিনহার বিদ্রোহ। বিজেপির অন্দরের এই ধরনের খবর নিয়মিত উত্তপ্ত করে রাখে বিজেপির রাজ্য রাজনীতিকে। আর বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের সংবাদ যাতে বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে প্রভাব না ফেলে সে প্রসঙ্গ টেনে রাজ্য বিজেপি কে কড়া ডোজ দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর এদিন অমিত শাহ রাজ্য বিজেপির বৈঠকে বার্তা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীর প্রতিযোগিতা না হয় রাজ্য বিজেপির অন্দরে।দলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একুশের বিধানসভা নির্বাচনে জয় লাভ করা। মুখ্যমন্ত্রী কে হবে সে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় থাকবে। দলের কোর কমিটির সঙ্গে আরও একদফা বৈঠক সেরে রাত ১০টা ১২মিনিটের বিশেষ বিমানে দিল্লি রওনা দিলেন অমিত শাহ।