দেশ

ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত সোপিয়ান

ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান। সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে জারি রয়েছে এনকাউন্টার। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল সোপিয়ানে গা-ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। সেই সূত্র ধরেই শুরু হয় অভিযান। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। সেনার তরফে জানানো হয়েছে অন্তত ২ থেকে ৩ জন জঙ্গি সোপিয়ানের রেবান এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান এলাকা।