জুলাইতে এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টে এবং উদ্যোক্তা শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন, সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে বসছে প্রাক বিবাহ আসর। তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই হাজির হচ্ছেন দেশ-বিদেশের হেভি ওয়েট পার্সনরা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, অ্যাডোব সিইও শান্তনু নারায়ণ, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের তারকারাও। ইতিমধ্যেই শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, জাহ্নবী কাপুর, মানুষি চিল্লর, রানি মুখোপাধ্যায়, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মণীশ মালহোত্রা জামনগরে পৌঁছেছেন। এছাড়া সপরিবারে আসছেন রজনীকান্ত, অমিতাভ বচ্চনরা। স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে অংশ নেবেন অক্ষয় কুমার। অজয় দেবগন, কাজল, সইফ আলি খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, করিশমা কাপুররাও অনুষ্ঠানে যোগ দেবেন। প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা। শুক্রবার জামনগরে পৌঁছলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। জানা গিয়েছে, এই রাজকীয় অনুষ্ঠানে থাকবেন ভুটানের রাজা রানিরাও। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার জামনগরে পৌঁছল মুম্বই ইন্ডিয়ান্স দলের একাধিক গুরুত্বপূর্ণ তারকারা। সেই তালিকায় যেমন রয়েছে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ঈশান কিশান, টিম ডেভিড, সূর্যকুমার যাদব সহ অন্যান্যরা।