জেলা

রামপুরহাট কাণ্ডে ধৃত আনারুলের ১৪ দিনের পুলিশ হেফাজত

রামপুরহাট কাণ্ডে আনারুল হোসেনের ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। রামপুরহাট মহ্কুমা আদালতের অতিরিক্ত মুখ্যদায়রা বিচারক সৌভিক দে শুক্রবার এই আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী আনারুলকে গ্রেফতার করার কথা বলেন। সেই নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যে আনারুলকে গ্রেফতার করে পুলিস। বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে তারাপীঠ থানায় রাখা হয়। শুক্রবার সকালেই সিটের আধিকারিকরা রামপুরহাট থানায় যান। গ্রেফতারের পর থেকেই রাতভর জেরা করা হয় একদা দোর্দণ্ডপ্রতাপ ব্লক সভাপতিকে। সকালে অন্য পুলিস আধিকারিকরাও তাকে জেরা করেন। উল্লেখ্য, আজই রামপুরহাট মহকুমা আদালত চত্বরে রামপুরহাট কাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন বলেন, ‘দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি। আমি নির্দোষ।’  যদিও বৃহস্পতিবার পুলিস জানিয়েছিল, তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছে আনারুলকে।