জেলা

আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রতিদিন অণ্ডাল-দিল্লি বিমান পরিষেবা

রাজ্য সরকার অণ্ডাল বিমান বন্দরের বৃহত্তম শেয়ার হোল্ডার হওয়ার পরই সুখবর শোনাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার শিল্পাঞ্চল থেকে প্রতিদিনই আকাশপথে পাড়ি দেওয়া যাবে দেশের রাজধানী দিল্লিতে। ২৫ডিসেম্বর বড়দিন থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। করোনা মহামারীর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান পরিষেবা। অণ্ডাল থেকে দিল্লি বিমান পরিষেবা চালু হয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল সপ্তাহে মাত্র ৩দিন। এবার তা প্রতিদিন হতে চলেছে। এতে খুশি আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ী থেকে উচ্চপদস্থ আমলা ও পড়ুয়ারা। চলতি মাসেই রানিগঞ্জে প্রশাসনিক সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মুখ্যসচিব ঘোষণা করেন, অণ্ডাল বিমানবন্দরের বৃহত্তম অংশীদার হয়ে গিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এতদিন এই বিমান বন্দর দেখার কেউ ছিল না। উন্নয়নের জন্য আমরা অংশীদারিত্ব বাড়িয়েছি। স্বাভাবিকভাবেই এবার আমাদের কথা বেশি শোনা হবে। তারপরই এলাকাবাসীকে স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, দমদমের বিকল্প হিসেবে উঠে আসছে অণ্ডাল বিমান বন্দর। তা যে অমূলক নয়, তা কয়েকদিনের মধ্যেই প্রমাণ হল। অণ্ডাল বিমান বন্দরের উপর পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার মানুষ নির্ভর করেন। এবার সপ্তাহে সাতদিনই রাজধানীর সঙ্গে যোগাযোগ শুরু হওয়ায় মানুষের যাতায়াতে আরও সুবিধা হবে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন স্পাইস জেটের বিমানটি দিল্লি থেকে সকাল ৭টায় ছেড়ে অণ্ডালে পৌঁছবে সকাল ৯টা ১০মিনিটে। অণ্ডাল থেকে ৯টা ৪০মিনিটে একটি বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে যা রাজধানীর মাটির ছোঁবে ১১টা ৫৫মিনিটে।