কলকাতা

এবার বড়বাজারে ভেঙে পড়ল পুরোন বাড়ি

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। এবার দুর্ঘটনাস্থল বড়বাজার। বাড়ির মালিক সেখানে না থাকলেও বেশ কয়েকটি পরিবার ভাড়া ছিল। হতাহতের খবর না মিললেও ধ্বংসস্তূপের নীচে কেউ আটকা পড়ে আছে কি না, তা জানা যায়নি। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল কর্মীরা। কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কটন স্ট্রিটের ওপর অবস্থিত পুরনো বাড়িটির একাংশ বৃহস্পতিবার দুপুরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিউতি ছোটাছুটি শুরু করে দেন স্থানীয়রা। এদিকে খবর দেওয়া হয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকলে। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে কর্মীদের নিয়ে পৌঁছয় আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের পরিবার সেখানে থাকত না। তবে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় রয়েছে। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। ফলে ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর যুদ্ধকালীন তত্‍পরতায় চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।