ফের ট্রেন দুর্ঘটনা। এবার রাজস্থানে দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের কোটায় ভোপালগামী একটি এক্সপ্রেসে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ১৪৮১৩ নম্বরের যোধপুর-ভোপাল এক্সপ্রেসের দু’টি বগি কোটা জংশনের ইয়ার্ডে লাইনচ্যুত হয়। দ্রুত সেখানে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।কোটা বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) যাত্রীদের জন্য জরুরি হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছেন।
জরুরি যোগাযোগের নম্বরগুলি হল
০৭৪৪-২৪৬৭১৭১
০৭৪৪-২৪৬৭১৭২