বিবিধ

করোনা টিকা নেওয়ার ২-৩ মাস পরেই কমছে অ্যান্টিবডি, আইসিএমআরের গবেষণায় চাঞ্চল্য

কোভ্যাক্সিন নেওয়ার দু’মাস পরে এবং কোভিশিল্ডে তিন মাসের মধ্যে কমতে থাকে অ্যান্টিবডি

 উদ্বেগের কথা শোনাল খোদ আইসিএমআর। টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। এবার ভুবনেশ্বরে অবস্থিত আইসিএমআরের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, কোভ্যাক্সিন গ্রহীতাদের মধ্যে টিকা নেওয়ার দু’মাস পরে ও কোভিশিল্ড গ্রহীতাদের তিন মাসের মধ্যে কমতে থাকে অ্যান্টিবডি।  আইসিএমআরের ভুবনেশ্বর কেন্দ্রের গবেষক ডক্টর দেবদত্ত ভট্টাচার্য জানান, সমীক্ষার জন্য মোট ৬১৪ জন টিকাগ্রহীতার থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৩০৮ জন কোভিশিল্ড নিয়েছিলেন ও ৩০৬ জন কেভ্যাক্সিন নেন। সমীক্ষায় ৮১ জনের মধ্যে টিকা নেওয়ার পরেও সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। বাকি ৫৩৩ জন টিকাগ্রহীতা করোনা আক্রান্ত না হলেও তাদের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে অ্যান্টিবডির পরিমাণ।