কলকাতা

বুকে ব্যথা কিছুতেই কমছে না অনুব্রতর

অবশেষে ১৫ দিন পর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। শারীরিক পরীক্ষার জন্য বুধবার তাঁকে ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অনুব্রতবাবুর সিটি এনজিওগ্রাম হয়েছে। এর পর তাঁকে ফের ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বুকে ব্যাথা কমছে না। তাই তাঁ এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এসএসকেএম-এর এনজিওগ্রাম করার ব্যবস্থা হয়েছে রামরিকদাস হাসপাতালে। বুধবার উডবার্ন ওয়ার্ড থেকে বার করে সেখানে তাঁকে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। বেশ কিছুক্ষণধরে তাঁর শারীরিক পরীক্ষা চলে। বিকেলে তাঁকে ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে।