বিনোদন

Anupam Roy : ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনুপম রায়

সন্ধ্যায় চার হাত এক হল অনু্পম রায় ও প্রস্মিতা পালের। পেশার দৌলতে দুজনের মধ্যে পরিচয় অনেকদিনের। তবে শনিবার তাঁরা বাঁধা পড়লেন জীবনের বন্ধনে। খুব অনারম্বরভাবে ভাবে বিয়ে হয়ে গেল গায়ক অনুপম রায় ও প্রস্মিতা পালের। খুবই কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে তৃতীয় বিয়ে হয়ে গেল অনুপম রায়ের। ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা।