অগ্নিগর্ভ মণিপুরে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দল। ২ দিনের সফরে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখবে বিরোধী জোট । শনিবার সকালে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ২০ সদস্যের ওই দলে রয়েছেন গৌরব গগৈ, রাজীব রঞ্জন, কানিমোঝি, সন্দোষ কুমার, এএ রহিম, সুশীল গুপ্তা, অরবিন্দ সাওয়ান্ত সহ আরও বিরোধী দলের সাংসদরা। তবে ইন্ডিয়া জোটের মণিপুর পরিদর্শন একেবারেই ভালো চোখে দেখছে না বিজেপি। ‘সমস্ত কিছুই লোক দেখানো’ বলে কটাক্ষ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের। এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী জোটের একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘তাঁদের শাসনকালে মাসের পর মাস মণিপুর জ্বলেছে। শোয়ে শোয়ে মৃত্যর খবর এসেছে। কিন্তু সকলে চুপ ছিলেন। তাঁদের নেতারা সংসদে কেউ কোন কথা বলেননি। আর এখন তাঁরা মণিপুর গিয়েছেন। তাহলে ফিরে এসে পশ্চিমবঙ্গের হিংসা নিয়েও প্রশ্ন তুলুন আপনারা’। এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সমস্ত কিছু ঠিকঠাক চলছে’। পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘হত্যা করে সত্ত্বা কায়েম করার কার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে চলছে। তাহলে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল এখানেও নিয়ে আসবেন তো আপনি (অধীর রঞ্জন চৌধুরীর)’।