বিনোদন

যৌন সঙ্গমের মুহূর্তে গীতা পাঠের দৃশ্য ছাড়পত্র পায় কেমন করে! প্রশ্ন তুলে সেন্সর বোর্ডকে চিঠি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর

গত ২১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’ (Oppenheimer)। মুক্তির আগে থেকেই হলিউডের এই ছবি ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। রমরমিয়ে বিক্রি হয়েছে ছবির অগ্রিম টিকিটও। কিন্তু মুক্তি পর চিত্রটা কিছুটা বদলে গেল। ওপেনহাইমার ঘিরে শুরু হয়েছে বিতর্ক । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার লস অ্যালামস ল্যাবরেটরির অধিকর্তা ছিলেন পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমার। যুদ্ধের সময় আমেরিকার ‘ম্যানহাটান প্রজেক্ট’এর নেপথ্যে থাকা সেই ওমেনহাইমারের জীবন এবং প্রজেক্টের নির্যাস নিয়ে তৈরি হয়েছে ছবিটি। কিন্তু ছবির একটি দৃশ্যে ঘিরে শুরু হয়েছে জলঘোলা। দৃশ্যে ওপেনহাইমার চরিত্রে কিলিয়ান মার্ফিকে সঙ্গমের সময়ে গীতা পাঠ করতে দেখা গিয়েছে। এমন দৃশ্যে ভগবদ্গীতা পাঠ কিংবা তাঁর উল্লেখ অসম্মানজনক বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। সেই দৃশ্য নিয়ে এবার আপত্তি তুললেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই ধরণের দৃশ্যকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সদস্যরা কীভাবে ছাড়পত্র দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই দৃশ্য বাতিল না করে ছবিটিকে ছাড়পত্র দেওয়ার জন্যে সেন্সর বোর্ডের সদস্যদের কাছে জবাব চেয়েছেন তিনি। নোলান পরিচালত ‘ওপেনহাইমার’এর দৃশ্য হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে, এই অভিযোগ তুলে ছবিটিকে বহু দর্শক বয়কট করারও ডাক দিয়েছেন।