আইপিএল ২০২৫-এর উদ্বোধনে মার্টিন গ্যারিক্সের সঙ্গে উপহার দিয়েছেন পাওয়ারপ্যাক পারফর্মম্যান্স ৷ রবিবার অর্থাৎ ২৩ মার্চ ছিল মুম্বইয়ের প্রথম কনসার্ট ৷ কিন্তু সেই টিকিট আসা মাত্রই দ্রুত বিক্রি হয়ে যায় ৷ ফলে অনুরাগী প্রথম দিনের কনসার্ট মিস করে যান ৷ তাঁদের জন্য রয়েছে সুবর্ণসুযোগ ৷ মুম্বইয়ে আরও একদিন অতিরিক্ত শো করছেন অরিজিৎ সিং ৷
দ্বিতীয় দিনের কনসার্ট: প্রথমদিন অর্থাৎ রবিবার জিও ওয়ার্ল্ড গার্ডেনে বসেছিল গানের আসর ৷ টিকিট অনলাইনে আসারা কিছু মুহূর্তেই হুহু করে বিক্রি হয়ে যায় ৷ ফলে অনেকেই অরিজিতের গানের অনুষ্ঠান মিস করে যান ৷ তাঁদের জন্য রয়েছে দ্বিতীয় দিনের সুযোগ ৷ ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার রয়েছে মিউজিক্যাল শো ৷ জানা গিয়েছে, টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার টাকা ৷ এখনও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে ৷ অনুষ্ঠান শুরুর সময় সন্ধ্যা ৬ টা ৷ কনসার্ট যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তারজন্য বিশেষ কিছু জিনিস অবশ্যই রাখতে পারেন ৷ যার মধ্যে সবার প্রথমে রয়েছে ফটো আইডি ৷ অনুষ্ঠানে প্রবেশের জন্য এটা অবশ্যই দরকার ৷ হ্যান্ড ফ্যান-পোর্টেবল চার্জারও রাখলে সুবিধা ৷ অরিজিতের পরবর্তী কনসার্ট রয়েছে এপ্রিলের ৬ তারিখ ইন্দোরে ও এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইয়ে ৷ টিকিট পাওয়া যাচ্ছে জোম্যাটো, স্পোটিফাই-এর মতো প্ল্যাটফর্মে ৷