আরজি কর-এর ঘটনার মাঝেই আরও একটি খবর রীতিমতো সাড়া ফেলেছিল ইন্ডাস্ট্রিতে। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। এবার ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হল পরিচালককে। ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠিয়েছে ডিরেক্টর্স গিল্ড। পরিচালক সংগঠনের চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে করা কিছু অভিযোগের কারণে, এবং আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয় এবং সমগ্র সংস্থার জন্য ক্ষতিকর। তাই DAEI আপনাকে অনির্দিষ্টকালের জন্য সদস্যপদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’ একইসঙ্গে উল্লেখ করা হয়েছে যতদিন পর্যন্ত না এই অভিযোগগুলো প্রমাণ হবে, ততদিনের জন্য তাঁর সদস্য পদ বাতিল থাকবে। এই প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, আমাকে বলা হয়েছে শট বোঝাতে গিয়ে আমি মিসহ্যান্ডেল করেছি। ফ্লোরে সকলে ছিল। সাহেব চট্টোপাধ্যায়ও ছিল। স্টিল ফটোগ্রাফার থেকে শুরু করে আরও অনেকে। মহিলা কমিশনের কাছে সবটা জানিয়েছি। গিল্ড আমার কাছে কিচ্ছু জানতে চায়নি।’ পরিচালক সুদেষ্ণা রায়ের কথায়, ‘তিনি নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন। কিন্তু, যার সঙ্গে ঘটেছে সে কী ক্ষমা করেছেন? নো মিনস নো। সে যখন না বলেছে তখন তো সেটা শোনা উচিত ছিল। মহিলা কমিশন থেকে আমরা বেশকিছু তথ্যও পেয়েছি। মেয়েটি বিষয়টি দেখেছেন। এবং মেয়েটি যদি ক্ষমা করে দেয়, তাহলে নিশ্চয়ই ভেবে দেখবো। একটা মেয়ে যখন কোনও অভিযোগ আনে তখন তাঁর ভিতরে কী চলতে থাকে ভাবতে হবে। মেয়েটির থেকে কী অনুমতি নিয়েছিলেন? পরিচালক বলে যা ইচ্ছে সেটাই করতে পারি না। আমিও অনেক বছর পরিচালনা করছি।’ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পরিচালককে তীব্র আক্রমণ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের বেসিক রাইট।’