টিআরপি কেলেঙ্কারীতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্তে জানা গেল, টিভি রেটিং নিয়ে এদিক-ওদিক করতে ১২,০০০ মার্কিন ডলার এবং ৪০ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। এই টাকা দেওয়া হয়েছিল ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বার্ক) প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে। মুম্বই পুলিশকে দেওয়া লিখিত জবানবন্দিতে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে পরিচয়, লেনদেন নিয়ে বিস্তারিত বলেছেন পার্থ। তিনি বলছেন, ‘আমি ২০০৪ সাল থেকে অর্ণবকে চিনি। তখন দু’জনে টাইমস নাও-তে কাজ করতাম। ২০১৩ সালে বার্কের সিইও হিসেবে যোগ দিলাম, অর্ণব রিপাবলিক টিভি শুরু করল ২০১৭ সালে। নতুন চ্যানেল লঞ্চ এবং টিভি রেটিং নিয়ে সাহায্যের ইঙ্গিত তখন থেকেই দিয়ে এসেছে অর্ণব।’ পরিবার নিয়ে দু’বার বিদেশ ভ্রমণের আগে পার্থকে ৬০০০ হাজার মার্কিন ডলার করে ক্যাশ দিয়েছিলেন অর্ণব, লেখা হয়েছে চার্জশিটে। এছাড়াও একবার ২০ লক্ষ এবং দু’বার ১০ লক্ষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পার্থ দাশগুপ্তের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করছেন। তাঁর দাবি, চাপ দিয়ে এই জবানবন্দি লেখানো হয়েছে।