কলকাতা

‘আইন আইনের পথে চলবে, আইনের ওপর আস্থা আছে’, মেডিক্যাল টেস্টে এসে বললেন অর্পিতা, আজ আদালতে পেশ

এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে ৷ প্রথমে ইডি আধিকারিকরা মিডিয়ার সঙ্গে লুকোচুরি করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনে তিন থেকে চারবার ইএসআই হাসপাতালে চক্কর কেটে তারপর সেখানে নামানো হয় অর্পিতাকে ৷ গাড়ি থেকে অর্পিতা বলেন, “আইন আইনের পথে চলবে, আইনের ওপর আস্থা আছে৷” শনিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়ার পর সারারাত নিজাম প্যালেসে কাটে অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি এবং সিআরপিএফ-এর মহিলা আধিকারিকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি । আজ বেলা ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার দফতর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার এএসআই হাসপাতালে। সেখানে ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গিয়েছে । এরপরে অর্পিতাকে ব্যাংকশাল আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে সূত্রের খবর ।