দেশ

জামিন না পেয়ে কেজরি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডির হাতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। আজ মঙ্গলবার বিকেলেই দুজনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। কালক্ষেপ না করে দুই সতীর্থের ইস্তফা গ্রহণও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগের ফলে কেজরি মন্ত্রিসভার সদস্য সংখ্যা কমে দাঁড়াল পাঁচে। পদত্যাগী দুই মন্ত্রীর পরিবর্তে মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত বছরের ৩১ মে অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বরাষ্ট্র তথা স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে তিহাড় জেলে বন্দি তিনি। আর আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গত রবিবার রাতে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি। যদিও সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। উল্টে দিল্লি হাইকোর্টকে এড়িয়ে কেন সরাসরি শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ঘন্টাখানেকের মধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মণীশ সিসোদিয়া।