দেশ

নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন অরুণ গোয়েল

গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের আগেই পরিবর্তন হয়ে গেল নির্বাচন কমিশনের অন্দরে। নতুন ইলেকশন কমিশনার নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত প্রাক্তন আমলা অরুণ গোয়েলকে । শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়। প্রসঙ্গত, দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ মোট তিনজন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্তু বিগত ছয় মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অনুপ চন্দ্র পান্ডে কাজ করছিলেন। তৃতীয় নির্বাচন কমিশনারের পদটি খালি ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে অরুণ গোয়েলকে।