দেশ

‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্যই আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই আবেদন। আমাদের সকলকে একজোট হয়ে দেশেকে বাঁচাতে হবে। আমি সংঘর্ষ করছি যাতে আপনাদের বাঁচাতে পারি।’ কেজরিওয়াল জানান, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি দিল্লিতে হনুমান মন্দিরের সামনে সকলের সঙ্গে দেখা করবেন। হনুমানজির দর্শনের পর দুপুর ১টা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন

করবেন বলেও জানান। সেখান থেকে বড় ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন কেজরিওয়াল। গ্রেফতারির ৫০ দিন পর দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হল। গাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনুগামীদের উদ্দেশে গাড়ি থেকে হাত নাড়তে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। হাসিমুখেই বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। গাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন স্ত্রী সুনীতা। তাঁর গ্রেফতারির পর থেকেই লাইমলাইটে সুনীতা কেজরিওয়াল। জেল থেকে পাঠানো দিল্লির মুখ্যমন্ত্রীর দেশবাসীকে লেখা চিঠি পাঠ করা থেকে শুরু করে আপের হয়ে প্রচার, সবেতেই দেখা যায় তাঁকে। কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের একের পর এক জনসভাতেও সুনীতা কেজরিওয়ালকে সেন্টার স্টেজেই দেখা যায়। বক্তব্যও রাখেন তিনি। শুক্রবারই সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আগামী ১ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের শেষ দফা পর্যন্ত জামিনে মুক্ত কেজরিওয়াল।