দেশ

ভোটের মাঝে আরও বিপাকে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, যৌন হেনস্তার ৫টি মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’

লোকসভা ভোটের আবহেই দিল্লির কোর্টে বড় ধাক্কা ব্রিজভূষণ শরণ সিংয়ের । ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগিররা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ছজন মহিলা কুস্তিগির ছটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে পাঁচটি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৫৪এ ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। যদিও ষষ্ঠ মামলাটি খারিজ করা হয়েছে। একই সঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন সাক্ষী মালিক। আদালতের রায়ের পরে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা আমাদের লড়াইয়ের জয়। এটা ছোট মেয়েদের শেখাবে প্রতিবাদ করতে হয়। আমরা একটা উদাহরণ তৈরি করে রাখলাম। আশা করছি, ও শাস্তি পাবে। আমরা অনেক কঠিন সময় দেখেছি, এখন তার সুফল পাচ্ছি। কিন্তু এখানেই থামব না। আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকাতে চাই।”