চিনে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ আর সেই কারণে এশিয়ান গেমসে স্থগিতাদেশ জারি করল চিন ৷ চলতি বছর সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চিনের হ্যাংঝাউ শহরে ৷ প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার কোনও কারণ সরকারিভাবে জানানো হয়নি চিনের তরফে। তবে, মনে করা হচ্ছে কোভিড সংক্রমণের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনে করোনা সংক্রমণ এখন মারাত্মক আকার নিয়েছে। দেশটির ২৬টি শহরে লকডাউন জারি করা হয়েছে। রাজধানী বেজিং, প্রধান অর্থনৈতিক কেন্দ্র সাংহাই-সহ অধিকাংশ বড় শহরে কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যদিও হ্যাংজু গেমসের আয়োজকরা আগে জানিয়েছিলেন যে তারা বেজিং শীতকালীন অলিম্পিকের মতো সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য নানা পরিকল্পনা তৈরি করেছেন।