দেশ

পুলিশি তলব এড়িয়ে গেলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্র, গ্রেপ্তারি এড়াতে নেপাল পালালেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে!

  লখিমপুর খেরি কাণ্ডে নয়া মোড়। পুলিশি তলব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের অভিযুক্ত ছেলে আশিষ মিশ্র।  বৃহস্পতিবার লখিমপুর কাণ্ডে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে শুক্রবার অভিযুক্ত অজয় মিশ্রকে থানায় তলব করে পুলিশ। কিন্তু এদিন দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকেরা তাঁর অপেক্ষায় বসে থাকলেও অজয় মিশ্র থানায় আসেননি বলে অভিযোগ।  গ্রেপ্তারি এড়াতে কি নেপাল পালালেন লখিমপুর কাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনু? কারণ শুক্রবার সকাল ১০টায় উত্তরপ্রদেশ পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রের। কিন্তু সূত্রের খবর, গ্রেপ্তারি এড়াতে নেপাল পালিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর এই পুত্র। তাঁ শেষ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নেপাল সীমান্তবর্তী এলাকা চিহ্নিত করা গিয়েছে। এরপর থেকে তাঁর কোনও হদিশ মেলেনি। রবিবার লখিমপুরের খেরিতে চার কৃষক সহ মোট আটজনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত এই আশিস। তাঁ হাতেই ওই গাড়ির স্টিয়ারিং ছিল বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ থেকে বিরোধীরা সকলেই আশিস ওরফে মনুর গ্রেপ্তারের দাবি করছেন। এমনকী মনু এবং তাঁর পিতার বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। আজ শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলায় মনুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।