দেশ

অসমের কয়লা খনি দুর্ঘটনার ৭২ ঘণ্টা পর উদ্ধার এক শ্রমিকের দেহ

অসমের ডিমা হাসাওয়ের গভীর কয়লা খনিতে দমবদ্ধ অবস্থায় কেটে গিয়েছে 72 ঘণ্টা ৷ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও সেনার দল ৷ আটকে পড়া 9 শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন এনডিআরএফ-এর এক আধিকারিক ৷ শ্রমিকের দেহ উদ্ধার হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ মৃত শ্রমিকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, “একজন শ্রমিকের দেহ উদ্ধার করেছেন 21 প্যারা মিলিটারির ডুবুরিরা ৷” অবশ্য, এই ভয়ানক পরিস্থিতিতে হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ বাকি 8 জন শ্রমিকের খোঁজে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে এসডিআরএফ, নৌসেনা, এনডিআরএফ ও সেনার দল ৷ যদিও বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন এনডিআরএফ এক আধিকারিক ৷