দেশ

প্রধানমন্ত্রীর সফরের আগেই জম্মুতে সিআইএসএফ-র বাসে হামলা, শহিদ জওয়ান, খতম ২ জঙ্গি

আজ সকালে জম্মুর কাছে একটি সেনা ক্যাম্পের কাছে একটি সিআইএসএফ বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। খতম ২ জঙ্গি।  রবিবার জম্মুতে প্রধানমন্ত্রী মোদীর আসার আগে এই হামলা চালানো হয়েছে।আজ ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ ১৫ জন সিআইএসএফ এর একটি টিম যাচ্ছিলেন মর্নিং শিফটে। হঠাৎই তাদের উপর হামলা হয়। সিআইএসএফ পাল্টা আঘাত করেছে এবং সন্ত্রাসবাদীদের পালাতে বাধ্য করেছে। জানানো হয়েছে যে জঙ্গিরা এই হামলা চালিয়েছেন তাদেরকে জীবন্ত ধরার চেষ্টা চলছে।  নিরাপত্তাবাহিনী পালটা আঘাত করলে পালিয়ে যায় জঙ্গিরা। সমস্ত এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলেছে এবং জম্মু পুলিস সেখানে উপস্থিত আছে। গুলির লড়াই এখনও চলছে বলেই জানা গেছে। বেলা ৮টা নাগাদ এলাকায় দুটি বড় বিস্ফোরণের খবর পাওয়া যায়। সূত্র মারফত জানা গেছে যে সানজুয়ানে একটি বাড়ির মধ্যে এই মুহূর্তে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। পুলিস মনে করছে ইতিমধ্যেই ২ জঙ্গি নিকেশ হয়েছে। আক্রমণের এলাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দুরেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের এলাকা।