জেলা

শিলিগুড়ি থেকে কলকাতায় ২৫ লক্ষ টাকার কাঠ পাচারের চেষ্টা, গ্রেপ্তার কাস্টমস ও জিএসটি আধিকারিক সহ ৭

শিলিগুড়ি থেকে কলকাতায় কাঠ পাচারের চেষ্টা। এবার কাস্টমসের ব্যবহৃত গুদামে কাঠ লুকিয়ে রাখার পর তা পাচার করার আগেই পুলিশের জালে ধরা পড়ল সাতজন। তার মধ্যে একজন কাস্টমস এবং আরেকজন জিএসটি অফিসার। তাদের কাছ থেকে প্রায় ২০–২৫ লক্ষ টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় দিন তিনেক আগে গোপন সূত্রে কাঠ পাচারের পরিকল্পনার খবর পায় বনবিভাগ। আর তাতেই সতর্ক হন আধিকারিকরা। জানা যায়, শিলিগুড়িতে কাস্টমসের ব্যবহৃত একটি গুদামে বিপুল পরিমাণ সেগুন কাঠ লুকিয়ে রাখা হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতায় পাচার করে বিপুল টাকা রোজগার করাই ছিল উদ্দেশ্য। তবে তা রুখতে গোপনে নজরদারি শুরু করে বন বিভাগ। মঙ্গলবার রাতে ওই কাঠ শিলিগুড়ি থেকে কলকাতায় পাচারের উদ্দেশে রওনা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট পরিকল্পনামাফিক হাতেনাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ২৫ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হয়েছে। আটক কাঠ বোঝাই লরি। ধৃত ওই সাতজনের মধ্যে কাস্টমস আধিকারিক এ কে মাঝি এবং জিএসটি অফিসার দেবাশিস ধর রয়েছেন।