বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে এল অ্যান্টি-কোভিড এয়ার পিউরিফায়ার, পাবেন ৯৯.৯ শতাংশ করোনা মুক্ত পরিষ্কার বাতাস

Aurabeat-এর অ্যান্টি-কোভিড ক্লাস ২ মেডিক্যাল ডিভাইজ আজ থেকেই ভারতে লঞ্চ করেছে। এই ডিভাইজটি USFDA দ্বারা অনুমোদিত। এর সাহায্যে SARS-COV-2 জীবাণু মুক্ত করার কাজ করা যাবে বলে জানা গিয়েছে। হংকংয়ের সংস্থা Aurabeat প্রায় এক দশক ধরে বায়ু বিশুদ্ধকরণের গবেষণার করার পর ঘরের ভিতরের বাতাস AG+ five-stage জীবাণুমুক্ত করার প্রযুক্তি তৈরি করেছে। AG+ Pro Silver Ion অ্যান্টিভাইরাল এয়ার পিউরিফায়ার এক ঘণ্টায় একটানা ৩.৪ বার বাতাসের যে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধংস করতে পারবে। USFDA ছাড়া সংস্থার কাছে রয়েছে এমআরআই গ্লোবাল, এটিসিসি, জিএসএস, এফসি, সিই, আইএসও, ইউএল, আরওএইচএস, ইউকেআরআই মেডিক্যাল রিসার্চ কাউন্সিল, সিইএন ইউরোপিয়ান কমিটি ফর স্ট্যান্ডারাইজেশনের অনুমোদন। Aurabeat গোটা বিশ্বের ৪০টির বেশি দেশের ২০০টির বেশি হাসপাতাল ও ২০০টির বেশি স্কুলের ভিতরের বাতাসকে করোনাভাইরাস থেকে বাঁচিয়ে চলেছে। Aurabeat India-র সিইও ভেঙ্কট দুদুকুরি বলেছেন, “গোটা বিশ্বে বহু দেশের অফিস, স্কুল, কলেজ, রেস্তোরাঁ, থিয়েটারগুলিকে করোনামুক্ত করার ক্ষেত্রে প্রমাণিত ও অনুমোদিত হয়েছে আমাদের এই মেডিক্যাল ডিভাইস, মার্কিন ভাইরোলজি ল্যাবরেটরির পরীক্ষায় সফল হয়েছে। এমআরআই গ্লোবালের অনুমোদন পরীক্ষায় ১৫ মিনিটের মধ্যে ৯৯.৯% করোনা ভাইরাস নির্মূল করতে পারার ক্ষমতা প্রমাণিত হয়েছে।”