দেশ

অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর

উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে বলে খবর। এই ঘটনায় এ বার এফআইআর দায়ের হল পুলিশে। সম্প্রতি অযোধ্যায় ছড়িয়ে পড়ে এই খবর। ফাঁকা অবস্থায় দেখা যায় বাতিস্তম্ভগুলিকে। রামমন্দির কর্তৃপক্ষ পুলিশকে জানায়, মোট ৩৮০০ টি বাঁশের কারুকার্য করা লাইট এবং ৩৬ টি গোবো প্রজেক্টর চুরি গিয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষের বেশি। জানা গিয়েছে, ‘অযোধ্যা ডেভেলপমেন্ট অথারিটি’এই লাইট ও প্রজেক্টর লাগানোর বরাত দিয়েছিল ‘যশ এন্টারপ্রাইজ’ ও ‘কৃষ্ণা অটোমোবাইলকে।’ এই দুই সংস্থা মিলে রামপথে ৬৪০০টি বাঁশের কারুকাজ করা লাইট এবং ভক্তি পথে ৯৬টি গোবো প্রজেক্টর লাগিয়েছিল। যার মধ্যে ৪ হাজার লাইট এবং ৩৬ টি প্রজেক্টর খোয়া গিয়েছে। এরপরই রাম জন্মভূমি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়।