রামনগরী অযোধ্যায় দিওয়ালি উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে দীপোৎসব। প্রতিবারের মতো এবারেও সরযূ তীর সেজে আলোর রোশনাইতে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই আয়োজিত হয়েছিল রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান। তারপর এই দীপাবলি আয়োজন ঘিরে সকলের নজর রয়েছে। এদিকে, যোগীগড় উত্তর প্রদেশের অযোধ্যার সাংসদ তথা সমাজবাদী পার্টি নেতা অবধেশ প্রসাদের দাবি, তাঁকে এই দীপোৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। দীপোৎসব নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সমাজবাদী পার্টি নেতা তথা অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ বলেন, ‘বিজেপি উৎসব নিয়ে রাজনীতি করছে।’ তিনি এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দীপাবলি উপলক্ষ্যে আমি অযোধ্যার সকল বাসিন্দাকে আমার শুভেচ্ছা জানাই। এখান থেকে নির্বাচিত হওয়ার ঘটনাকে আমি আমার সৌভাগ্য মনে করি।’ অবধেশ প্রসাদ বলেন,’ বিজেপি আমাদের উৎসবেও রাজনীতি করছে। আশা করি এটি হবে ভ্রাতৃত্বের উৎসব। বিজেপি এই উৎসব নিয়ে রাজনীতি করছে এবং মানুষকে বিভক্ত করছে। আমি দীপোৎসবের পাস বা আমন্ত্রণ পাইনি।’ এরই সঙ্গে অযোধ্যার সাংসদের ক্ষোভ, ‘এই উৎসব কোন এক সম্প্রদায়ের নয়। আমি আজ অযোধ্যায় যাব। আমি দীপোৎসবের জন্য কোনো পাস বা আমন্ত্রণ পাইনি।’