চড় মারার প্রসঙ্গে প্রশ্ন করলে সাংবাদিকের ফোন কেড়েও নেন বাবুল সুপ্রিয়
দলীয় কর্মীকে চড় মারা ঘটনায় বিতর্কে বাবুল সুপ্রিয়। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে এক বিজেপি কর্মীকেই সোজা চড় মেরে বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঘটনাটি ঘটেছে গত রবিবার, দোল উপলক্ষ্যে রানিকুঠিতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার বিজেপি কর্মীরা। সেই অনুষ্ঠানে সস্ত্রীক ও কন্যাকে নিয়ে হাজির ছিলেন বাবুল। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সাক্ষাত্কার দেওয়ার সময় পিছন থেকে এক যুবক বাবুলের উদ্দেশ্যে বলেন, ‘এখানে ছবি তুলে কিছু হবে না, কাজ করতে হবে, লড়তে হবে।’ তারপরেই ভিড়ের মধ্যে থেকে সেই যুবককে কার্যালয়ের ভিতরে নিয়ে গিয়ে মেজাজ হারিয়ে চড় মেরে বসেন বিজেপি নেতা। যুবকের ওই মন্তব্যের জন্য আগেই তার সঙ্গে বচসায় জড়ান বাবুল সুপ্রিয়। বাবুলের থাপ্পড় মারার ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল বিতর্ক। রাগের এমন বহিঃপ্রকাশ নিয়ে সমালোচনায় মুখর হন অনেকেই। তবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের সাফাই, অশান্তির পরিবেশ তৈরি করতে তৃণমূলই কিছু বহিরাগতকে পাঠিয়ে দিচ্ছে। তাঁর কথায়, তৃণমূলের লোক এভাবে ঢুকে এলে চড়ই খাবে। চড় মারার প্রসঙ্গে TV9-এর এক সাংবাদিক প্রশ্ন করলে বাবুল জানান, ওই দলীয়কর্মীকে থানায় নিয়ে যাচ্ছেন। তবে প্রশ্ন করার দরুণ ক্ষোভ উগরে দেন বাবুল। এমনকি সাংবাদিক-কে হেনস্থা করেন। সাংবাদিকের ফোন কেড়েও নেন তিনি। বেশ কিছুক্ষণ বচসা চলার পর তিনি অবশ্য ফোনটি ফেরত দিয়ে দেন। দেখুন সেই ভিডিও –