রানওয়ে মেরামতির জন্য বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ টানা ১৫ দিন উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নির্ধারিত ওই ক’দিন শিলিগুড়ি থেকে কলকাতা রুটে দু’টি ও কোচবিহার থেকে কলকাতা রুটে একটি অতিরিক্ত বাস চালনো হবে। যাত্রী চাহিদা অনুসারে প্রয়োজন হলে বাসের সংখ্যা বাড়ানো হবে। রানওয়ে মেরামতির জন্য আগামী ১১ থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে উড়ান চলাচল বন্ধ থাকবে। বিমান চলাচল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার পর্যটক। পর্যটনের মরশুমে উত্তরবঙ্গে স্পেশাল ট্রেন চালানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেয়।