ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে জাতীয় কুস্তিগীররা শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন দিল্লির যন্তর-মন্তরে। ইতিমধ্যে এই আন্দোলনে অবশেষে হস্তক্ষেপ করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কুস্তিগীররা তাঁদের আন্দোলন স্থগিত করেছেন আগামী ১৫ জুন অবধি। এরপর শনিবার আন্দোলনরত কুস্তিগীর বজরং পুনিয়া ও সাক্ষী মালিক হরিয়ানার সনিপথে আয়োজিত মহা পঞ্চায়েতে যোগ দেন। সেখান থেকে বজরং পুনিয়া সাংবাদিকদের বলেন, সরকারের সঙ্গে আমাদের যে আলোচনাই হউক না কেন, আমরা সেই লোকদের সঙ্গে আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নেব, যাঁরা এতদিন ধরে আমাদের সমর্থন করেছেন, আমাদের পাশে থেকে লড়াই করেছেন।