বুধবার বালিগঞ্জে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের অফিসে হানা দিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই টাকার সঙ্গে ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টা ভাইয়ের যোগ রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তি তাঁর মাধ্যমে কয়লা পাচারের কালো টাকা সাদা করার চেষ্টা করেছিল বলে দাবি করেছিল ইডি। টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে তলব করল ইডি। তাঁকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, মনজিতকে তাঁর সম্পত্তি ও পাঁচ বছররে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মনজিতকে পাঠানো সমনে তাঁর যাবতীয় পরিচয়পত্রও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। এর পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নামে বিগত ১০ বছরে কেনা সব সম্পত্তির নথিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। মনজিৎ যেখানে যেখানে বিনিয়োগ করেছেন, সেই সংক্রান্ত সব নথিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। সমনে ইডি জানিয়েছে, প্রয়োজনীয় নথি সঙ্গে না আনলে মনজিতের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।