দেশ

‘ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথেষ্ট অভিজ্ঞ’, আদানি ইস্যুতে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আদানি গোষ্ঠীকে নিয়ে বিতর্কের মধ্যেই ভারতীয় বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলির উপর আস্থা প্রকাশ করলেন নির্মলা সীতারমন ৷ আদানিদের শেয়ারে পতন নিয়ে অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, কোথাও কোনও বেনিয়ম হয়ে থাকলে, সরকারি এজেন্সিগুলি সেটা দেখছে। নির্মলার দাবি, ভারত সরকারের সব নিয়ন্ত্রক সংস্থাই সর্বদা সজাগ। অর্থমন্ত্রীর ইঙ্গিত, নিয়ন্ত্রক সংস্থাগুলির নাকের ডগায় কোনও গোলযোগ হতেই পারে না। অর্থমন্ত্রী অবশ্য এদিন তা নিয়ে মুখ খুলতে চাননি। শনিবার RBI বোর্ডের সামনে এক বক্তৃতায় নির্মলা বলেন,”আদালতে সরকার কী অবস্থান নেবে সেটা এখন আমি বলব না। তবে, ভারতের নিয়ন্ত্রক এজেন্সিগুলি ভীষণই অভিজ্ঞ। প্রত্যেকটি এজেন্সি নিজের নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাছাড়া প্রত্যেকটি নিয়ন্ত্রক সংস্থা পুরোপুরি সজাগ আছে। আজকে বলে নয়, চিরদিন।”  বিরোধীরা লাগাতার আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাইলেও কেন্দ্র নারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে এখনও নীরব। এমনকী আদানি ইস্যুতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে সংসদে যে প্রশ্নগুলি তুলেছিলেন, সেটাকেও সংসদের রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আদালতে কেন্দ্র কী অবস্থান নেয় সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।