নির্বাচনের আগে ভোটমুখী বাংলায় নয়া স্লোগান সামনে আনল তৃণমূল। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখেই এবার ভোট বৈতরণী পার করতে চাইছে মমতা। শনিবার তৃণমূলের এই নতুন ভোটের স্লোগান প্রকাশ করা হল। স্লোগান সামনে এনে তৃণমূল নেতা সুব্রত বক্সি বলেন, ‘কঠিন নির্বাচন নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছবে তৃণমূল।’ উল্লেখ্য, ভোটের আগে প্রায়ই বাংলায় আসছেন অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জে পি নাড্ডারা। এই প্রেক্ষিতে ‘বহিরাগত’ তমকা দিয়ে সোচ্চার হয়েছে ঘাসফুল শিবির। ‘বহিরাগত’দের বাংলা দখল করতে দেওয়া হবে না বলে সরব হয়েছেন স্বয়ং মমতাও। এই প্রেক্ষাপটে তৃণমূলনেত্রীর ‘ঘরের মেয়ে’ ইমেজকে
সামনে রেখে যেভাবে ভোটের স্লোগান তৈরি করল রাজ্যের শাসকদল, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বছরের শেষ লগ্নে ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ কিংবা সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ড-এমন অনেক উন্নয়নমুখী কর্মসূচিতে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয় তৃণমূল সরকার। ‘মমতা সরকার ২’-এর বিদায়ী বাজেটেও মা-মাটি-মানুষের সরকারের জনমোহিনী দিকই বাজেট বিবৃতিতে তুলে ধরা হয়েছে। ‘অতিমারি-উম্পুন-কেন্দ্রীয় বঞ্চনা’-এই ত্রিমুখী চ্যালেঞ্জের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলা ‘অসমসাহসী’ লড়াই করে যে ‘অপরাজিত’, সেই বার্তাই তুলে ধরা হয় এবারের রাজ্য বাজেটে। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যাকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরে নির্বাচনে লড়াইয়ে যেভাবে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির, তা রাজনৈতিতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ক’দিন আগেই আত্মবিশ্বাসের ভঙ্গিতে মমতা বলেছিলেন, ‘আমরা আর কিছুদিন আছি এমন নয়। ২০২১ সালে জয় পাবই।’