দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, বাংলা সহায়তা কেন্দ্রের মতো নানা প্রকল্প সারাবছর ধরে জেলায় জেলায় কাজ করে। এবার তেমনই এক প্রকল্পের দারুণ সাফল্যের খবর এল প্রকাশ্যে। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সুখবর জানিয়েছেন। বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পরিষেবায় ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে খুব কম সময়ের মধ্যে।শুক্রবার টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, BSK-র ই-ওয়ালেট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ১,০০০ কোটি টাকা। রাজ্যের তরফে এই সাফল্যকে ‘Digital Bangla in Action’ প্রকল্পের গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বিধবা ভাতা, স্টুডেন্ট স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, কৃষি সংক্রান্ত সুযোগসুবিধা থেকে শুরু করে আবাসন – হাজারেরও বেশি পরিষেবা প্রতিদিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে BSK। ‘বাংলা সহায়তা কেন্দ্র’ থেকে বিভিন্ন সরকারি পরিষেবার পাওয়ার জন্য নাগরিকদের সহায়তা করা হয়। পরিষেবা প্রদানে ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেনে অল্প সময়ের মধ্যেই ১,০০০ কোটি টাকা অতিক্রম করেছে। নিজের এক্স হ্যান্ডলে ‘বাংলা সহায়তা কেন্দ্র’গুলির সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্য পশ্চিমবঙ্গকে ‘ডিজিটাল বাংলা’ গড়ে তোলার কাজকে আরও ত্বরান্বিত করবে বলে জানান মুখ্যমন্ত্রী।


