সেনার ট্রেনিং বিমান ভেঙে পড়ল স্কুলের ছাদের উপর ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকার উত্তরা এলাকায় ৷ দমকলবাহিনী সূত্রে খবর, অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে এই দুর্ঘটনায় একাধিক আহতের খবর মিলেছে ৷ বিমান চালকের কী অবস্থা, তা এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “আজ দুপুর 1.06 মিনিটে একটি F-7 বিজিআই ট্রেনিং এয়ারক্রাফ্ট উড়ান শুরু করে এবং তারপরই একটি ক্যাম্পাসে ভেঙে পড়েছে ৷” পুলিশ জানিয়েছে, অ্যাম্বুল্যান্স, বায়ুসেনার হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে ৷ বায়ুসেনার প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় ৷ ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা ৷ অনেক দূর থেকে সেই ধোঁয়া দেখা যাচ্ছিল ৷ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ৷ আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ24 দমকলবাহিনীর সেন্ট্রাল কন্ট্রোল রুমের কর্তব্যরত আধিকারিক লিমা খানামের উদ্ধৃতি তুলে জানিয়েছে, “ট্রেনিং এয়ারক্রাফ্টটি দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে ৷ আমাদের দল একটি দেহ উদ্ধার করেছে ৷ বায়ুসেনা জখম অবস্থায় চারজনকে উদ্ধার করেছে ৷” মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷


