ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের ভাড়া এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। আগামী পয়লা জুলাই থেকেই নতুন ভাড়া চালু হচ্ছে মৈত্রী, মিতালী এবং বন্ধন এক্সপ্রেসে। বাংলাদেশি টাকার তুলনায় ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এবং ভ্রমণ কর বেড়ে যাওয়ার ফলেই তিন ট্রেনে ভাড়া বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ১৫ বছর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে চালু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। সপ্তাহে পাঁচদিন (শুক্র, শনি, রোব, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে কলকাতা যায় ওই ট্রেনটি। সেই মৈত্রী এক্সপ্রেসে ঢাকা-কলকাতা এসি সিটের ভাড়া ৪ হাজার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭৯৫ টাকা করা হয়েছে। এসি চেয়ার কারের ভাড়া ২, ৯৬৫ টাকা থেকে বাড়িয়ে ৩,৫৩০ টাকা করা হয়েছে। এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য অবশ্য ৫০ শতাংশ ছাড় বজায় থাকছে। খুলনা-কলকাতা রুটের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেসে’ বাতানুকুল কামরার টিকিটের ভাড়া বাড়ানো হয়েছে। এসি সিটের ভাড়া বাড়িয়ে ২,৯০০ টাকা করা হয়েছে। এসি চেয়ার কারের ভাড়া বাড়িয়ে ২,২৬৫ টাকা করা হয়েছে।২০২১ সালের ২৬ মার্চ চালু হয়েছিল ‘মিতালী এক্সপ্রেস’। ওই ট্রেনের এসি চেয়ারকারের ভাড়া ৩,২১০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৮৫ টাকা করা হয়েছে। এসি আসনের ভাড়া ৪,০৬৫ টাকা থেকে বাড়িয়ে ৪,১৭৫ টাকা এবং এসি বার্থ বা স্লিপার শ্রেণির টিকিটের দাম ৫,৯১৫ টাকা থেকে বাড়িয়ে ৬,৫৭০ টাকা করা হয়েছে।