সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন । দীর্ঘদিন ধরেই মোবাইলে চলছে ভাব ভালবাসা । এবার আর মোবাইলে নয়, ভালবাসার মানুষের টানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভিনদেশে পাড়ি দিলেন প্রেমিকা ৷ তবে অবৈধ ভাবে প্রবেশের জন্য কোচবিহারে বিএসএফ-এর হাতে ধরা পড়ে যান বাংলাদেশি যুবতী । শনিবার বিকেলে দিনহাটা দিয়ে ভারতে ঢুকতেই নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের দীঘলটারি সীমান্তে ওই যুবতীকে আটক করে বিএসএফ । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । রবিবার তাঁকে দিনহাটার বিশেষ আদালতে তোলার কথা ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বগুড়া জেলার ওই যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের। পরবর্তীতে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয় । কিন্তু তাঁদের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথে নাকি বাঁধা হয়ে দাঁড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ।পুলিশের কথায়, ভার্চুয়াল দেখা সাক্ষাতেই থেমে না থেকে ভালবাসার টানে শনিবার বিকেলে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দীঘলটারি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই যুবতী ৷ সেখানেই বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন । এরপর বিএসএফ-এর জওয়ানরা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন । এদিন মেয়েটিকে তোলা হয়েছে দিনহাটা মহকুমা আদালতে।