দেশ

‘সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত’, পরামর্শ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 

সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত। শনিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরবিআইয়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ব্যাঙ্ক গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে গ্রাহকরা নিজেদের অর্থ রেখে রাতে নিশ্চিন্তে ঘুমোন। তাই প্রতিটি ব্যাঙ্কের উচিত নতুন প্রকল্প ঘোষণা করে গ্রাহকদের লাভের পরিমান আরও বাড়ানো। তবেই আগামীদিনে ব্যাঙ্কিং পরিষেবার আরও উন্নতি হবে। এরফলে গ্রাহকরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাবে। এদিনের বৈঠকে ছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসও। তিনি বলেন, যেহেতু ব্যাঙ্কগুলিতে সদের হার কম তাই এমন প্রকল্পে জোর দেওয়া উচিত যেখানে গ্রাহকদের অনেক বেশি লাভ হবে। এই নতুন প্রকল্পের সুদের হার নিয়ে ব্যাঙ্কগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে। ব্যাঙ্কিং সেক্টরকে আগামীদিনে আরও সমৃদ্ধ করার জন্য সরকার সব ধরণের কাজ করবে। এক্ষেত্রে স্বল্প সময়ের বিনিয়োগ যথেষ্ট কার্যকরী হতে পারে বলেই মনে করেন আরবিআই গভর্নর।