বুধবারেও রাজ্যে আমলাস্তরে একগুচ্ছ রদবদল করা হল। একাধিক জেলাশাসক-সহ বেশ কয়েকটি দফতরের শীর্ষকর্তাদের এদিন বদলির সিদ্ধান্ত নেওয়া হল নবান্ন থেকে। বাঁকুড়ার জেলাশাসক অরুণ প্রসাদকে দুর্গাপুর রেঞ্জের জিএসটি কমিশনার পদে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এই পদে থাকা রাধিকা আইয়ারকে বাঁকুড়ার জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ইডি পুনবালামকে রাজ্যের আবগারি কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত কয়েক মাসে এই নিয়ে তিন জন আবগারি কমিশনার রাজ্যে বদল হল। মালদা ডিভিশনের কমিশনার করা হয়েছে রাজ্যে সংখ্যালঘু দফতরের সচিব গুলাম আনসারিকে। আর এই দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে পি বি সেলিমকে। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ বণ্টন নিগম এবং মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে দায়িত্বে রয়েছেন। সদ্যপ্রাক্তন নির্বাচন কমিশনের আধিকারিক শৈবাল বর্মনকে অর্থ দফতরের সচিব পদে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও অর্থদফতরের যুগ্মসচিব খালিদ আনোয়ারকে কর্মাশিয়াল ট্যাক্সের কমিশনার পদে নিয়ে যাওয়া হয়েছে।