বিনোদন

বাবার শেষকৃত্যের জন্য আমেরিকা থেকে মুম্বইয়ে ফিরলেন ছেলে বাপ্পা, আজই পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া বাপ্পি লাহিড়ির

বুধবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।বাবার শেষকৃত্যের জন্য, আজ বৃহস্পতিবার ভোরেই আমেরিকা থেকে সপরিবারে মুম্বই ফিরেছেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। মুম্বইয়ের সান্তাক্রুজ-এর পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ির।  ইতিমধ্যেই সঙ্গীতশিল্পীর বাড়ির সামনে হাজির হয়েছে ফুল দিয়ে সাজানো একটি ট্রাক, এটি করেই সবার প্রিয় বাপ্পি লাহিড়ি-কে নিয়ে যাওয়া হবে মহাশ্মশানে!