নিউটাউনের আইনজীবী খুনের ঘটনার প্রায় ২বছর পরে আদালত দোষী সাব্যস্ত করল তাঁর স্ত্রীকে। এদিন বারাসাত আদালতের প্রথম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় তাকে অভিযুক্ত করেছেন। বুধবার তার সাজা ঘোষণা হবে বলে জানিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউনের ডিডি ব্লকে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছিলেন আইনজীবী রজত দে। পুলিশ দেরিতে হলেও রজতের বাবার অভিযোগক্রমে তাঁর স্ত্রী তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে ওই মামলার সওয়াল জবাব চলে। সেই সওয়াল জবাব শেষে এদিন বিচারক রজতবাবুর স্ত্রী অনিন্দিতা পালকে দোষী সাব্যস্ত করেছেন। বিচারক জানিয়েছেন, দু বছর ধরে সব তথ্য প্রমাণ, বিশেষ করে রজতকে খুন করার জন্য তার স্ত্রী অনিন্দিতা পাল যেভাবে গুগুল সার্চ ও ফেসবুক সার্চ করে খুনের চক্রান্ত করেছিলেন তা প্রমাণিত। প্রমাণ হয়ে গিয়েছে, ওই খুনের ঘটনায় দোষী অনিন্দিতা দেবী। শুধু তাই নয় রজতকে খুন করার পর অনিন্দিতা দেবী তথ্য লোপাটও করেছিলেন।