ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই, আটক আরো দুই। গ্রেফতার হওয়া দুই আসামির নাম শফি খান ও জামশেদ আনসারী। শফি খানকে খড়দহ রহড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জামশেদ আনসারী কে বীরভূমের মুরারাই থেকে গ্রেফতার করা হয়েছে। এই কথা সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে পুলিসের তরফ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে বাকিদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে। গ্রেফতার হওয়া দুই জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। পুলিস জানিয়েছে ৩ জনকে আটক করা হয় এবং তাঁদের থেকেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনায় মোট দুই জনকে গ্রেফতার করা হয়েছে এখনও। পুলিসের তরফ আরও জানা গিয়েছে যে তাঁদের কাছ থেকে একটি মটরবাইক পাওয়া গিয়েছে। বাকি অস্ত্র এবং অন্য বাইকটির সম্পর্কে খোঁজ করার জন্য যে দুজন গ্রেফতার হয়েছে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। এর থেকে বেশি আর কোনও তথ্য পুলিস দিতে রাজি হয়নি। যদিও এখনও পর্যন্ত তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই এই ঘটনার পিছনে মূল কারণ কী তা এখনও জানা যায়নি।