দেশ

দিল্লিতে ব্রিটিশ দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড প্রত্যাহার করে নিল কেন্দ্র

লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তান সমর্থকদের বিক্ষোভে আগেই নিজেদের ক্ষোভ জানিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। এবার বদলা হিসেবে রাজধানীতে ব্রিটিশ দূতাবাসের সামনে থাকা ব্যারিকেড সরিয়ে নেওয়া হলো। অর্থা‍ৎ নিরাপত্তা কাটছাঁট করা হলো। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ওয়ারিশ পঞ্জাব দে প্রধান তথা খলিস্তানি সমর্থক অমৃতপাল সিংকে গ্রেফতারির চেষ্টার প্রতিবাদে গত রবিবার লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে চড়াও হয় কয়েকশো খলিস্তানি সমর্থক। দূতাবাস চত্বরে থাকা ভারতের তিরঙ্গা পতাকা নামিয়ে খলিস্তানের পতাকা টাঙানো হয়। ভারত বিরোধী শ্লোগানও দেওয়া হয়। পরে অবশ্য ভারতীয় দূতাবাসের কর্মীরা খলিস্তানের পতাকা নামিয়ে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন।