কলকাতা

রাজভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় এদিন। শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল নিজের টুইটে বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। এদিনের বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের মনোনীত প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপালের মনোনীত প্রতিনিধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষা সংক্রান্ত আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। 

https://twitter.com/i/status/1525022616062656522