জোয় ঘুরতে বেড়িয়ে প্রকাশ্যে প্রেমিকাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ মেরে নিজের গলাতেও কোপ চালাল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডায়মন্ড হারবার থানার এলাকার ১১৭ নং জাতীয় সড়কের পরাগ পাম্প এলাকায়। আহত মহিলা তনুশ্রী হালদার হারউড পয়েন্ট কোস্টাল থানার ভুতোমোল্লারপোলের ভুষিপাড়ার বাসিন্দা ও আহত যুবক রায়দিঘির চাপনারখোপ নারায়নতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তনুশ্রী হালদার ও নবকুমার প্রামানিকের মধ্যে গত ২ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এমনকি তনুশ্রী হালদার নিজের স্বামী ও সন্তান ছেড়ে দীর্ঘদিন নবকুমারের সঙ্গে থাকত। গত ২ সপ্তাহ আগে নবকুমারকে ছেড়ে তনুশ্রী ফিরে আসে তার স্বামীর কাছে। এরপর থেকে তনুশ্রীর সঙ্গে দেখা করার জন্য বারবার ফোন করতে থাকে নবকুমার। আর অষ্টমীতে ডায়মন্ড হারবারে তনুশ্রী হালদার নিজের মেয়েকে নিয়ে ঘুরতে আসে। সেই সময় অতর্কিতে ডায়মন্ড হারবার থানার পরাগ পাম্পের কাছে ধারালো ছুরি নিয়ে তনুশ্রীর উপর চড়াও হয় নবকুমার। এলোপাথাড়ি কোপ মারে তাকে পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক। এমনটাই দাবি আক্রান্ত মহিলার মেয়ের। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ।