ভোটের আগেই সাংবাদিক ও রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকে এবার তলব করল ইডির। তাঁকেই আগামীকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে সারদা কেলেঙ্কারি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য। কুণালও জানিয়েছেন, তিনি অবশ্যই আগামীকাল যাবেন এবং তদন্তে সহযোগিতা করবেন। জানা গিয়েছে, গত সপ্তাহেই ইডি থেকে নোটিশ পাঠানো হয়েছে কুণাল ঘোষকে। আগামিকালই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। বিধানসভা ভোটের মুখে তৃণমূলের মুখপাত্রকে তলব করা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৩ সালে চিটফান্ড সারদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কুণাল ঘোষকে। সে সময় বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ছিলেন অর্ণব ঘোষ। অর্ণবের দাবি ছিল, সারদা কর্তা সুদীপ্ত সেনের ষড়যন্ত্রের অংশীদার কুণাল। সেই ঘটনার সময়েই গ্রেফতার হন কুণাল। এরপর প্রায় ২-৩ বছর কারাগারের অন্তরালে থেকে জামিনে মুক্তি পান তিনি। এখনও তিনি জামিনেই মুক্ত রয়েছেন।