দেশ

আন্দোলনরত কৃষকদের সঙ্গে জঙ্গীদের মতো ব্যবহার করা হচ্ছে, এটা সমস্ত কৃষকদের অপমান: সঞ্জয় রাউত

ফের মোদি সরকারের বিরুদ্ধে তোপ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের।নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সাথে “জঙ্গীদের মতো ব‍্যবহার করা হচ্ছে”।‌ তাঁদের “খালিস্তানী” তকমা দেওয়া হচ্ছে। সমস্ত কৃষকদের জন্য এটা অপমান। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে সমর্থন করে রবিবার কেন্দ্র সরকারকে আক্রমণ করে একথা বললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সংবাদমাধ্যমের সামনে সঞ্জয় রাউত বলেন, “যেভাবে কৃষকদের দিল্লি প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে… সেসব দেখে মনে হচ্ছে তাঁরা যেন এদেশের মানুষ নন। তাঁদের সাথে জঙ্গীদের মতো আচরণ করা হচ্ছে। যেহেতু তাঁরা অধিকাংশই শিখ এবং পাঞ্জাব ও হরিয়ানা থেকে এসেছেন, তাই তাঁদের খালিস্তানী বলা হচ্ছে। এটা সমস্ত কৃষকের অপমান।” কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ‍্যের কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ‌প্রায় ছ’মাসের খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে শুরু হওয়া এই যাত্রা ইঙ্গিত দিচ্ছে যে তাঁরা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে পথে নেমেছেন। বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য অতিক্রম করার সময় ব‍্যাপক লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ‍্যাসের সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। দিল্লি পৌঁছানো থেকে কৃষকদের আটকাতে বালিবোঝাই ট্রাক, কাঁটা তার দিয়ে রাস্তা ঘিরে রাখা হয়েছিল। এমনকি অনেকটা গভীর করে রাস্তা কেটে রাখাও হয়েছিল। কিন্তু এই সমস্ত বাধা অতিক্রম করে শুক্রবার সকালে অবশেষে দিল্লির সীমান্তে পৌঁছায় তাঁরা। এই মুহূর্তে সীমান্তের বিভিন্ন জায়গায় ছাউনি করে রয়েছেন তাঁরা।